মায়ানমার সেনাবাহিনীর দমন-নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী আরও এক নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হলেও অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
১৬ অক্টোবর সোমবার কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার ভোর ৪টার দিকে সাগরে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান সাংবাদিকদের জানান, মায়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ৬৫ জন রোহিঙ্গাবাহী একটি নৌকা সাগরে ডুবে যায়। নৌকাডুবির ঘটনায় ৮টি লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। এ ছাড়া ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছে।
এদিকে এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, নৌকার আরোহীদের মধ্যে প্রায় অর্ধেকই ছিল শিশু।
এ নিয়ে নাফ নদী ও সাগরে গত ২৯ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত রোহিঙ্গাবাহী ২৬টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এসব নৌকাডুবিতে এ পর্যন্ত ১৭৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে ১৬ অক্টোবর ২০১৭