ফের পেছালো নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি

Khaleda Zia
খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হয়েছে

আবারও পেছালো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি।আগামী ১৩ মে দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মাহমুদুল কবির এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়া ও মামলার আরেক আসামি ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে সময়ের আবেদন করা হলে তা মঞ্জুর করে এ আদেশ দেন বিচারক।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ‘খালেদা জিয়া অন্য একটি মামলায় কারাগারে রয়েছে। আমরা বিষয়টি আদালতকে অবহিত করেছি। আদালত শুনানি শেষে পরবর্তী অভিযোগ গঠন শুনানির জন্য এই দিন ধার্য করে দেন।’

এর আগে, একাধিকবার মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করা হলেও আসামিপক্ষের আবেদনে শুনানি পিছিয়েছে। সর্বশেষ গত ১১ মার্চ এই মামলার অভিযোগ গঠনের জন্য শুনানি করতে আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

আজকের বাজার/আরজেড