ফের প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছে গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারীরা। আজ শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা দীর্ঘ দিন ধরে গ্রামীণ ব্যাংকে পিয়ন কাম গার্ড হিসেবে কাজ করছি। চাকরি করার ৯ মাস পর স্থায়ীকরণের কথা নিয়োগ বিধিতে বলা থাকলেও আমাদের ক্ষেত্রে এ বিধান মানা হচ্ছে না। উপরন্তু আমরা গ্রামীণ ব্যাংক কর্মকর্তাদের দ্বারা ক্রমাগত হয়রানি, কারণ ছাড়াই কাজে যোগদানে বাধা প্রধান, বিনা বিশ্রামে ২৪ ঘণ্টাসহ নানা ধরনের অমানবিক আচরণের শিকার হচ্ছি। আমরা এ ধরনের অত্যাচার থেকে মুক্তি ও নিয়োগ বিধি অনুযায়ী চাকরি স্থায়ীকরণ চাই।

কর্মসূচি থেকে কিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে, চাকরি স্থায়ীকরণ করতে হবে; যাদের অনৈতিকভাবে কাজে যোগদানে বাধা প্রধান করে তাদের ক্ষতিপূরণ দিতে হবে; বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী বেতন ভাতা দিতে হবে; গ্রামীণ ব্যাংকের নিয়মানুযায়ীবেতন , ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও পেনশন দিতে হবে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারী পরিষদের সভাপতি আজিজুল হক বাবুল, সহ-সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক মিন্টু, ইরাদুল ইসলাম ও রফিকুল ইসলাম প্রমুখ।

আজকেরবাজার/এন্তি