রাশিয়ার জনগণ প্রেসিডেন্ট হিসেবে আবারও পুতিনকেই বেছে নিলেন।বিপুল ভোটের ব্যবধানে জিতে চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন।
সবকিছু ঠিক থাকলে আগামী ছয় বছর রাশিয়াকে নেতৃত্ব দেবেন তিনি।
দেশটির প্রধান নির্বাচন কমিশনার জানান, প্রেসিডেন্ট নির্বাচনে ৭৬ শতাংশ ভোট পড়েছে, ভোট গণনা শেষ পর্যায়ে। পুতিনের পক্ষে পড়েছে ৭৫ শতাংশের বেশি ভোট।
নির্বাচিত হওয়ার খবরে পুতিন জানান, গত কয়েক বছরে দেশের জন্য যা করেছেন, এই ভোটের মাধ্যমে জনগণ তাকে সেই পুরস্কার দিয়েছে।
রবিবার রাশিয়ার স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
আজকের বাজার/আরজেড