এলএনজি এলেও গ্যাসের দাম বাড়বে বলে জানিয়েছে পেট্রোবাংলা।তবে তা সহনীয় মাত্রায় বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
সোমবার বিটিএমএ আয়োজিত সেমিনারে অভিযোগ করে শিল্পমালিকরা বলেন, আরেক দফা দাম বাড়লে, কারখানা বন্ধ করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না।
তবে জ্বালানি উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, একবারে নয়, ধাপে ধাপে বাড়ানো হবে গ্যাসের দাম।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আসলে, শিল্পে গ্যাসের দাম বাড়বে ৯৩ শতাংশ। প্রতি ইউনিটে খরচ পড়বে ১৫ টাকা। প্রায় দ্বিগুণ হবে ক্যাপটিভ থেকে বিদ্যুৎ উৎপাদনের খরচও। গণমাধ্যমে পাওয়া এসব তথ্য সেমিনারে তুলে ধরেন বিটিএমএ সভাপতি তপন চৌধুরি।
পেট্টোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফায়েজুল্লাহ জানালেন, এলএনজি আসলে দাম বাড়বেই। তবে তা অবশ্যই সহনীয় মাত্রায় থাকবে।
আগামী মাসের মাঝামাঝিতে জাতীয় গ্রিডে আমদানিকৃত এলএনজি যুক্ত হবার কথা রয়েছে।
আজকের বাজার/আরজেড