ফের ভাইরাল প্রিয়া প্রকাশের ভিডিও। এবারো যেন তার চোখের যাদুতে কুপোকাত নেটিজেনরা। তবে একটু অন্যরকমভাবে। এবার ভাইরাল হল দক্ষিণী কন্যার মেকআপের ভিডিও। যেখানে সাজতে দেখা যাচ্ছে প্রিয়া প্রকাশকে।
জি নিউজ এক প্রতিবেদনে জানায়, এর আগে কখনো প্রিয়া প্রকাশের মেকআপের ভিডিও প্রকাশ্যে না আসায়, দক্ষিণী কন্যার নয়া লুক দেখার পর থেকেই ভিউস বাড়তে শুরু করে। যদিও, এবার এবারো তার চোখের মায়াতেই ভক্তদের মাত করে রেখেছেন।
এদিকে রণবীর সিং-এর বিপরীতে ‘সিম্বা’-য় দেখা যাবে প্রিয়া প্রকাশ ওয়ারিয়রকে। বি টাউন জুড়ে সম্প্রতি এমন গুঞ্জন শোনা যায়। কিন্তু, শেষ পর্যন্ত প্রিয়া প্রকাশের কথা নস্যাত করা হয়।
জানানো হয়, করণ জহরের সিনেমায় রণবীর সিং-এর বিপরীতে দেখা যাবে সারা আলি খান-কে। কিন্তু এই মুহূর্তে বি টাউনে প্রিয়া প্রকাশের ডেবিউ না হলেও, তার জনপ্রিয়তায় কিন্তু কোনো ভাটা পড়েনি।
এস/