ফের ভুমিকম্পে কাঁপলো নেপাল

আবার ভুমিকম্পে কেপে উঠল নেপাল। রিকটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৯। নেপালের রামছাপ জেলা কম্পনের উৎসস্থল। এ দিন সকালে নেপালে ভুমিকম্পনের ফলে ঐ এলাকায় ব্যাপক আতক্ক ছড়িয়ে পড়ে। ২৫ এপ্রিলের সেই ভুমিকম্পের কথা ভাবলে গা শিউরে ওঠে। তার মধ্যে এই কম্পন আজ আবার নতুন করে আতঙ্ক তৈরি করেছে। ২০১৫ সালের ভুমিকম্পের চিহ্ন এখনও রয়েছে নেপালে।

২০১৫ সালের ২৫ এপ্রিলের ভুমিকম্পে প্রায় ১০,০০০ এরও বেশি মানুষের মৃত্যু হয়। আহত হন বহু মানুষ। প্রচুর ঘর বাড়ি, বসত ভিটা নিশ্চিহ্ন হয়ে যায়।সেখানকার উদ্ধার কাজ চালাতে অনেক দিন সময় লেগে ছিল। এখনও সেই বিধ্বস্ত অঞ্চলের গঠনমুলক কাজ চলছে।

সেখানে একদিনে ভুমিকম্প হয়নি, সেই সময় বেশ কয়েকবার ভারতের একাধিক অংকেও নাড়িয়ে দিয়েছিল কম্পন। এর ফলে হিমালয়ে নেমেছিল প্রবল তুষারধস। তবে এবার ধসের সম্ভাবনা আছে কিনা তা এখনও জানা যায়নি।

আজকের বাজার: এএন/ আরআর/ ০২ জুলাই ২০১৭