২০ ডিসেম্বর, ২০১৬। মা হয়েছেন কারিনা কাপুর খান। জন্মের পর থেকেই লাইমলাইটে কারিনা-সইফের ছেলে তৈমুর আলি খান। ফের কি মা হতে চলেছেন তিনি? সম্প্রতি কারিনার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে স্পষ্ট নায়িকার বেবি বাম্প।
সূত্রের খবর, কারিনার যে ছবিটি ভাইরাল হয়েছে তা সম্প্রতি তোলা। সেখানে বেবি বাম্পও দেখা যাচ্ছে। কিন্তু তা নেহাতই শুটিংয়ের খাতিরে তৈরি। অর্থাত্ এ ছবি রিল লাইফের। রিয়েল লাইফে এখনই ফের মা হচ্ছেন না কারিনা।
কারিনার পরবর্তী ছবি ‘গুড নিউজ’। তার শুটিংয়ে মুম্বইতে নায়িকা ধরা পড়েছেন পাপারাত্জিদের ক্যামেরায়। সেখানেই দেখা গিয়েছে বেবি বাম্প নিয়ে শুটিং করছেন নায়িকা। এ ছবির কিছু অংশের শুটিং ইতিমধ্যেই নিউ ইয়র্কে হয়েছে বলে জানা গিয়েছে।
করন জোহর প্রযোজিত ‘গুড নিউজ’-এ সারোগেসির গল্প দেখানো হবে। কারিনা ছাড়াও কিয়ারা আডবাণী, অক্ষয় কুমার। দিলজিত্ দোসাঞ্জ অভিনয় করেছেন এই ছবিতে।