মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি ফের মা হয়েছেন জন্ম দিয়েছেন পুত্র সন্তান।
শনিবার (২ জুন) ১: টা ৫০ মিনিটে লন্ডনের রয়েল হাসপাতালে দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ নিলেন রুহি।
২০১৫ সালের ২২ ডিসেম্বর প্রথম মাতৃত্বের স্বাদ পান। লন্ডনে তিনি জন্ম দেন পুত্র সন্তান রুহানকে। সেই পুত্র, স্বামী মুনসুর আলীকে নিয়ে রুহির সুখের দাম্পত্যে এলো আরও এক নতুন অতিথি।
তিনি জানান, তার পুত্রের নাম রাখা হয়েছে সুবহান মুনসুর আলী। বর্তমানে মা ও পুত্র দুজনই ভালো রয়েছেন। নিজের পুত্রের জন্য দোয়া চেয়েছেন মডেল ও অভিনেত্রী রুহি।
র্যাম্প মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন রুহি। তারপর তিনি চলচ্চিত্রে পা রাখেন। তার অভিনীত মনসুর আলির পরিচালনায় ‘একাত্তরের সংগ্রাম’ এবং অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ ছবি দুটি প্রশংসিত হয়েছে। দ্বিতীয় সন্তান প্রসবের অপেক্ষায় প্রায় এক বছর সব রকম কাজ থেকে বিরতিতে ছিলেন রুহি।
আজকের বাজার/আরআইএস