ফের মিডিয়ায় ফিরছেন সাইফ খান

সাইফ দীর্ঘ বিরতির পর ফের মিডিয়ায় ফিরছেন। হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটা কি ইন্ডিয়ান অভিনেতা সাইফ।

তবে না তিনি অভিনেতা ফ্যাশান ডিজাইনার ও ফ্যাশান কোরিওগ্রাফার সাইফ খান। তিনি জন্মগ্রহন করেন লক্ষিপুর জেলার রামগতি উপজেলায়। পড়াশোনা করছেন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশান ডিজাইন এ।

পড়াশোনা নিয়ে বেস্ত থাকার কারনে নিয়মিত কাজ করেনি তিনি।

সাইফ খান বলেন, অনেক দিন পর আবার কাজে ফিরে ভালো লাগছে। এখন ফ্যাশান ডিজাইনার হিসেবে অনেক কাজের অফারও পাচ্ছি তার পাশাপাশি আমি মডেলিং এবং অভিনয় নিয়ে থাকতে চাই কারন মিডিয়া এসেছি আমি মডেলিং দিয়েই। আসা করি যাদের সাথে আগে কাজ করেছি তারা আমার সাথেই থাকবেন।

আজকের বাজার/আরআইএস