ফের রিমান্ডে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল

ফের রিমাণ্ডে নেয়া হয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে। শাহবাগ থানায় নাশকতার একটি মামলায় পাচঁ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসরাী পাচঁ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৯ ফ্রেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার তাকে পাঁচদিনের রিমান্ডের আদেশ দিয়েছেলেনল।

গত ৮ ফ্রেব্রুয়ারি জিয়া অরাফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার রায়ের পরপরই আদালতের প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আজকের বাজার : আরজেড/আরএম/ ১৫ ফেব্রুয়ারি ২০১৮