ফের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকে ফের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। সদ্য ক্ষমতায় বসা প্রধানমন্ত্রী মোহাম্মদ আলাউয়ির বিরুদ্ধে চলমান প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানীসহ আশপাশের বড় শহরগুলো।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, রোববার বিকাল থেকে রাজধানী বাগদাদ, নাজাফ ও নাসিরিয়ার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে হাজার হাজার ইরাকি সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা নবনিযুক্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক শ্লোগান দিতে থাকেন। পরে তারা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক অবরোধের মাধ্যমে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

বিক্ষোভকারীদের দাবি, অসৎ ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের অপসারণের মাধ্যমে দেশে সামাজিক ও অর্থনৈতিক সংস্কার ঘটাতে হবে। তাছাড়া আন্দোলনরত জনতার ওপর সম্প্রতি প্রভাবশালী শিয়াপন্থি ধর্মীয় নেতা মুকতাদা আল-সদরের সমর্থকদের চালানো হামলারও তারা নিন্দা জানান।

উল্লেখ্য, গত কয়েক মাস যাবত চলমান বিক্ষোভে ইরাকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৫০০ লোকের প্রাণহানি ঘটে। এতে গুরুতর আহত হন আরও হাজার খানিক বেসামরিক নাগরিক।

আজকের বাজার/এমএইচ