ফের সানি লিওনকে নিয়ে বিতর্ক!

আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তবে এবার ইস্যুটা ভিন্ন রকমের।

টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন এ তারকা। যেখানে বাগানের মধ্যে বসে চা তৈরি করতে দেখা যায় সানিকে। ব্যাস, এতেই তার উপর চটেছেন নেটিজেনরা। বিষয়টি নিয়ে বেশ তোপের মুখেই পড়েছেন এ বলিউড তারকা।

প্রতিবেদনে বলা হয়, কারণটাও অবশ্য ক্ষোভ প্রকাশের মতোই। ছবিতে দেখা যায়, বাগানে বসে কেটলির মধ্যে চা নিয়ে লাইটার জ্বালিয়ে তা তৈরি করার চেষ্টা করেন। ছবির নীচে ক্যাপশনও দেন সানি। লেখেন, এমনভাবে লাইটার দিয়ে চা তৈরির চেষ্টা কেউ করবেন না। সানির ওই ছবি প্রকাশ্যে আসার পর পরই তা ভাইরাল হয়ে যায়।

সানি যেভাবে চা তৈরি করছেন, তা ১ মাস পরে হবে বলে কেউ কটাক্ষ করেন। সানি লিওনের ওই প্রচেষ্টাকে পণ্ডশ্রম বলেছেন অনেকে। কেউ আবার আগরবাতি দিয়ে চা তৈরির পরামর্শও দিয়েছেন সানিকে।

অনেকে আবার বলেছেন, অদ্ভুত ছবিটি। এরকম ছবি দেয়ার কোনো মানে নেই। খুব অর্থহীন এ ছবি। হঠাৎ করে সানির মতো আলোচিত তারকা এমন ছবি কিভাবে পোস্ট করেন!

আজকেরবাজার/এস