চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপরে (সিডিএ) চেয়ারম্যানের দায়িত্ব আবারও আবদুচ ছালামকে দেওয়া হয়েছে।
সোমবার ২৪ এপ্রিল আবদুচ ছালামকে সিডিএ চেয়ারম্যান দায়িত্ব দিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। ফলে তিনি আরও ২ বছর সিডিএ চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, নিয়ে টানা ষষ্ঠবারের মতো এই দায়িত্ব পেলেন তিনি।
উপ সচিব আসফারী খানম স্বারিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিডিএ চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োজিত আবদুচ ছালামের চুক্তির মেয়াদ আগের চুক্তির ধারাবাহিকতায় ২৩ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বৃদ্ধি করা হলো।
আবদুচ ছালাম পাঁচ দফায় আট বছর সিডিএর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালের ২৩ এপ্রিল প্রথম মেয়াদে দুই বছরের জন্য আবদুচ ছালামকে চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। ২০১১ সালের ২৬ এপ্রিল দ্বিতীয় মেয়াদে দুই বছর, ২০১৩ সালের ১৯ মার্চ তৃতীয় মেয়াদে এক বছর, ২০১৪ সালের ২২ এপ্রিল চতুর্থ মেয়াদে এক বছর এবং ২০১৫ সালের ১৬ এপ্রিল পঞ্চম মেয়াদে দুই বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল আবদুচ ছালামকে।
আজকেরবাজার: আরআর/ ২৪ এপ্রিল ২০১৭