শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ফের হাসপাতালে নেয়া হচ্ছে। বুধবার বিকেল তিনটায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। মঙ্গলবার দিবাগত রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, শারীরিক পরীক্ষার জন্য বুধবার দুপুর ৩টার দিকে খালেদা জিয়াকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। তার মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, চলতি মাসের ৩ তারিখ রমজান শুরুর পর কিছুটা দুর্বল হয়ে পড়লে মঙ্গলবার রাত ১০টায় তার বাসভবনে আসেন মেডিকেল বোর্ডের সদস্যরা। এসময় তার বেশকিছু বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া জরুরি বলে জানায় চিকিৎসকরা।
এর আগে, ১ ফেব্রুয়ারি ৮১ দিন পর এভারকেয়ার হাসপাতাল ছাড়েন খালেদা জিয়া। সেখান থেকে তাকে গুলশানের বাসভবন ফিরোজায় নেয়া হয়।
গত বছরে করোনায় আক্রান্ত হয়ে আরো দুই দফায় খালেদা জিয়াকে হাসপাতালে যেতে হয়। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান