ফেসবুকের প্রাইভেসির বিষয়গুলো নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রতিষ্ঠানটিকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। খবর বিবিসি’র।
সম্প্রতি ফেসবুকের প্রাইভেসিতে ত্রুটি দেখা দিয়েছে। এটি ফেসবুকের নেটওয়ার্ক বাগ বা নেটওয়ার্ক সংক্রান্ত ত্রুটি। এ ত্রুটির ফলে ফেসবুক ব্যবহারকারী যদি কাউকে ব্লক করে দেন বা কারও সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন, তবে তা ঠিকমতো কাজ করে না।
যাঁকে ব্লক করা হয়, তিনি ব্যবহারকারীর পোস্ট দেখতে পারেন, এমনকি বার্তা পাঠাতেও পারেন। অর্থাৎ ব্লকিং সিস্টেম ঠিকমতো কাজ করে না।
ফেসবুক কর্তৃপক্ষ সোমবার (২ জুলাই) জানিয়েছে, প্রায় ৮ লাখ ব্যবহারকারীর ক্ষেত্রে ব্লকিং সমস্যা হয়েছে। এ সমস্যা ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত স্থায়ী ছিল।
এ সমস্যা ফেসবুক ও মেসেঞ্জার দুটি সেবাতেই দেখা দিয়েছিল। গতকাল থেকে আক্রান্ত ব্যবহারকারীদের পপ-আপ বার্তার মাধ্যমে বিষয়টি জানাতে শুরু করেছে ফেসবুক।
আজকের বাজার/একেএ