ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে মঙ্গলবার রাতে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক কামরুল হাসান রুমি (৩৯) চট্টগ্রামের মীরসরাই উপজেলার মহাজন হাট এলাকার আবুল বছরের ছেলে। তিনি বর্তমানে হালিশহরের বাসিন্দা।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মাহমুদুল হাসান বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে রাত সাড়ে ১১টায় নগরীর কোতোয়ালী থানার কাজীর দেউড়িস্থ এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে কামরুল হাসানকে আটক করা হয়। তাকে র্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাব-৭ এর অপারেশন অফিসার মাশকুর রহমান জানান, আটক ব্যক্তি ফেসবুক ভিডিও বার্তার মাধ্যমে গুজব ছড়ায় যে, নগরীর হালিশহর ক্যান্টরমেন্ট স্কুলের চার শিক্ষাথী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অথচ এ তথ্য ঠিক নয়। এ অভিযোগে তাকে আটক করা হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান