সাকিব পরিবারের একটা বিয়ের অনুষ্ঠানের ছবি নিয়ে সৃষ্ট বিতর্ক এখন সামাজিক সাইটে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রথমে ছবিতে দেখা যাচ্ছিল, সাকিব তাঁর স্ত্রী শিশির ও কন্যাসহ খেতে বসেছেন, কিন্তু তাঁদের পরিচারিকা পেছনে দাঁড়িয়ে আছে। সেই ছবিটি দেখে সাকিবের সমালোচনায় মুখর হয়েছিলেন অনেকে।
কিন্তু সমালোচকদের বোধোদয় হয় পরে আরেকটি ছবি দেখে। সেটি প্রথমে প্রকাশিত ছবির ঠিক পরের মুহূর্তে তোলা। দেখা যাচ্ছে, পরিচারিকা খেতে বসেছে তাঁদের সঙ্গে। আরও নির্দিষ্ট করে বললে শিশির তার পাশেই বসিয়েছেন বাড়ির পরিচারিকাকে।
আগের ছবিটি ফেসবুকে পোস্ট করে অনেকেই লেখেন, নিজের বাড়ির কাজের মেয়ের সঙ্গে এক টেবিলে খাননি সাকিব। তাঁকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। নানা মন্তব্যের সঙ্গে তীব্র সমালোচনা করা হয় সেই পোস্টগুলোতে ।
এরপর বেরিয়ে আসতে শুরু করে আসল ঘটনা। এবার সেই মুহূর্তের আগে-পরের সবগুলো ছবি দিয়ে জবাব দিয়েছেন সাকিবের স্ত্রী শিশির। ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এটা উদ্ভটের পর্যায়ে চলে যাচ্ছে। “ভালো” শব্দটা সাকিব আল হাসানের সঙ্গে যায় না! কেন? কেবল “মিষ্টি মিষ্টি” কথা বলতে পারে না বলেই কি সাকিবকে “খারাপ মানুষে”র তকমা দিয়ে দিতে হবে?’
শিশির এ ধরনের প্রচারণার ব্যাপারে সবাইকে একটি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, ‘যদি এ ধরনের উদ্ভট সংবাদ সাকিবের বিরুদ্ধে ছড়ানো হয়, সবার উচিত সতর্কতার সঙ্গে সবকিছু বিচার করা। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে প্রচারণাটা ছড়িয়েছে, তা যে ঠিক নয়, নিচের ছবিগুলোই এর প্রমাণ।’
শিশির আহ্বান জানিয়েছেন, ‘যে খেলোয়াড় সারা দুনিয়াতে আপনার দেশকে প্রতিনিধিত্ব করে, তাঁর বিরুদ্ধে দয়া করে এমন কিছু প্রচার করবেন না। যে খেলোয়াড় এই দেশের গর্ব বলেই পরিচিত। অন্য দেশের ক্রিকেটপ্রেমীরা যখন বলে, “তোমার নিজের দেশের মানুষই তোমাকে প্রাপ্য সম্মানটা দেয় না”, তখন সেটি কিন্তু খুবই লজ্জার বিষয়।’
এ ধরনের পোস্ট ব্যবহার করে অনেকে সস্তা জনপ্রিয়তা খোঁজে, সেটাও উল্লেখ করেছেন শিশির। ব্যাখ্যা দিয়েছেন আগের ছবিটি কীভাবে বিভ্রান্তি ছড়িয়েছে বা ছড়ানোতে ব্যবহার করা হয়েছে, ‘অনেক নেতিবাচক কথা হয়েছে। এবার থামুন, নিজের পেজের জনপ্রিয়তা বাড়াতে অন্য কিছু করুন। এখন তো বুঝতেই পারছেন, ছবিটা যে সময়ের, তখন সে খাবারের আগে হাত ধুয়ে টেবিলে ফিরে আসছিল।’
আজকের বাজার: সালি / ৭ আগস্ট ২০১৭