কোটা সংস্কার আন্দোলনে পুলিশের হামলায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এমন ভুয়া সংবাদ যারা ফেসবুকে ছড়িয়েছে তাদের শনাক্ত করা হচ্ছে। একই সঙ্গে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ফেসবুকে একজনের মৃত্যু সংবাদ যে ছড়িয়েছে তাকে শনাক্তের চেষ্টা হচ্ছে। অবশ্যই তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হবে। এই ঘটনা ছাত্রদের উত্তেজিত করেছে। সাংবাদিকরা এসময় ইমরান এইচ সরকারের নাম উল্লেখ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইমরান এইচ সরকার একা কেন, তার সঙ্গে আরও কারা আছে তাদের শনাক্ত করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে যারা হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে দুই একদিনের মধ্যেই মামলা হবে। এ ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি পেতে হবে।
তবে হামলাকারীরা ছাত্র কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ছাত্র হলে তারা কেন মুখে কাপড় বেঁধে আসবে। তারা ছাত্র কিনা সন্দেহ রয়েছে।
আরএম/