ফেসবুকে ভুয়া পরিচয় দিয়ে মেয়ে সেজে আইডি খুলে ৯ বছর ধরে প্রতারণার মাধ্যমে অসংখ্য মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মো. সুজাউল হক (২৭) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মৃত আইনুল হকের ছেলে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বায়োজিদ নগর আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার বিকালে এ বিষয়ে সংবাদ সম্মেলনে কোতোয়ালী থানা পুলিশ জানায়, প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মো. রাশেদুল আলম নামে এক ব্যক্তি মামলা দায়ের করার পর পুলিশের একটি দল অভিযান চালিয়ে সুজাউলকে গ্রেপ্তার করে। ৪টি ফেসবুক আইডি দিয়ে শতাধিক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নগদ টাকা ও মূল্যবান উপহার সামগ্রী হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে সে।
মামলার বাদী রাশেদুল জানান, ফেসবুকে রাইসা মেহজাবিন নামে একটি আইডি থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে তার সাথে সম্পর্ক গড়ে তোলে সুজাউল। পরবর্তীতে বিভিন্ন সময় মেসেজ আদান-প্রদানের মাধ্যমে বিশ্বাস স্থাপন করে এবং এক পর্যায়ে গত বছরের ২৩ নভেম্বর তার মায়ের অসুস্থতার কথা বলে টাকা ধার চায়। পরে চিকিৎসার জন্য জরুরি টাকা দরকার বলে রাশেদুলের কাছ থেকে নিজের বিকাশ নম্বরের মাধ্যমে ৩২ হাজার টাকা হাতিয়ে নেয় সুজাউল। এরপর মায়ের লাশ মেডিকেল থেকে আনতে আরও ২০ হাজার টাকা চাওয়ার পর বিষয়টি নিয়ে রাশেদুলের সন্দেহ হলে তিনি পুলিশের সাথে যোগাযোগ করে অভিযোগ করেন। এ বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে যে, মূলত মেয়ের নাম দিয়ে কেউ একজন প্রতারণা করছে। সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ওই যুবকের বাড়ি গাইবান্ধায়। সে একজন বেকার যুবক এবং দীর্ঘদিন ধরে মেয়ে সেজে অন্তত ১০০ মানুষের সাথে প্রতারণা করে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান