চট্টগ্রাম মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
বিএনপি সূত্র জানায়, সোমবার রাতে বাসযোগে ঢাকায় যাওয়ার পথে ফেনীর লালপুর এলাকায় বাস থামিয়ে লিটাকে গ্রেপ্তার করা হয়।
তবে র্যাব-৭ এর সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান জানান, চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় থেকে রাত পৌনে ১১টার দিকে লিটাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব কর্মকর্তার দাবি, ওই বিএনপি নেত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্র বিরোধী বিভিন্ন উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগ রয়েছে।
বিএনপি নেত্রী লিটার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে জানিয়ে র্যাব কর্মকর্তা মাশকুর রহমান জানান, ওই নেত্রী বিভিন্ন সময় ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারণা, আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়ে আসছিলেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ