রাজশাহীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী প্রচারণা করার অভিযোগে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ২৯ জন শিক্ষার্থীকে আটক করেছে বোয়ালিয় মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নগরীর বিভিন্ন এলাকার ছাত্রাবাসে অভিযান পরিচালনা করে। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী প্রচারণা চালানোর অভিযোগে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা সবাই ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে জিহাদী বই ও শিবিরের সাংগঠনিক কাগজপত্র জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হবে।