ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করলেন ফারহান আখতার

বেশ কিছুদিন ধরেই খবরের শীর্ষে ফেসবুক। ফেসবুক থেকে দেশের প্রায় ৬ কোটি মানুষের তথ্য হাতানোর অভিযোগ রয়েছে ব্রিটিশ সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকার উপর৷ এই ঘটনার পরই, নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন অভিনেতা, পরিচালক ফারহান আখতার।

নিউজ ১৮ এক প্রতিবেদনে জানায়, যদিও তিনি নির্দিষ্ট কারণের কথা বলেননি, কিন্তু ধরে নেওয়াই যায়, নিরাপত্তার খাতিরেই এমন পদক্ষেপ নিলেন জাভেদ পুত্র।

ফেসবুক বিতর্কর পর, এই প্রথম কোনো বলিউড স্টার অ্যাকাউন্ট ডিলিট করেলন। কীভাবে ফেসবুকের তথ্য সংগ্রহ করে অ্যানালিটিকা? ফেসবুকের তথ্যের কোথায় ব্যবহার হচ্ছে? ভারতে তাদের পরিষেবা কারা নিয়েছে, জানতে চেয়ে ব্রিটিশ সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকাকে নোটিস পাঠাল কেন্দ্রীয় সরকার৷

আগামি ৩১ মার্চের মধ্যে নোটিসের জবাব না এলে সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে৷

এস/