সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক সময় অনাকাঙ্খিত বা আপত্তিকর মন্তব্য সামনে চলে আসে। এতে ব্যবহারকারী বিরক্ত হয়। যারা এ সমস্যার সম্মুখিন হতে চান না বা এগুলো এড়িয়ে চলতে চান, তাদের জন্য সুখবর। এবার অপছন্দের বা আপত্তিকর মন্তব্য মুছে ফেলতে বা লুকিয়ে রাখতে পারবেন আপনি। এমনই একটি অপশন চালু করতে যাচ্ছে ফেসবুক। কর্তৃপক্ষ যার নাম দিয়েছে ‘ডাউনভোট’ বাটন। খবর বিবিসির।
ফেসবুক ব্যবহারকারীরা বহুদিন ধরেই একটি ‘ডিসলাইক’ বা অপছন্দ করার বাটন যোগ করার জন্য অনুরোধ জানাচ্ছিলেন। যুক্তরাষ্ট্রের অল্পসংখ্যাক ফেসবুক ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে ‘ডাউনভোট’ বাটন ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফেসবুক সম্প্রতি এরকম আরো কিছু উদ্যোগ নিয়েছে নানা ধরণের সমালোচনার জবাবে।
বিবিসি বলছে ‘কেট ক্রাঞ্চ’ নামের একটি সাইটের কাছে ফেসবুক কর্তৃপক্ষ ‘ডাউনভোট’ বাটন নিয়ে তাদের নিরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে। অন্য কিছু সোশ্যাল মিডিয়া সাইটে এরকম ‘ডাউনভোট’ বাটন আগে থেকে আছে। এর মাধ্যমে অ-জনপ্রিয় পোস্টগুলো যাতে কম দেখা যায়, সেই ব্যবস্থা করা যায়।
ফেসবুক যে ‘ডাউনভোট’ বাটন নিয়ে পরীক্ষা চালাচ্ছে, সেটিতে ক্লিক করলে সংশ্লিষ্ট মন্তব্যটি আর দেখা যাবে না। ফেসবুক ব্যবহারকারীরা এভাবে আপত্তিকর, বিভ্রান্তিকর বা অপ্রাসঙ্গিক পোস্ট বা মন্তব্য লুকিয়ে রাখবে পারবেন।
তবে এই ডাউনভোট দিয়ে পুরো পোস্টটিকে আড়াল করা যাবে না বা নিউজ ফিডের র্যাংকিংয়ে এটির অবস্থান পরিবর্তন করা যাবে না।
আজকের বাজার : আরএম/১১ ফেব্রুয়ারি ২০১৮