বিশ্বব্যাপী ফেসবুকের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন মেসেঞ্জার,ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে ঘণ্টার পর ঘণ্টা নেটওয়ার্ক বিভ্রাট থাকার পর পরিসেবাটি সোমবার রাতে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ফেসবুক।
ফেসবুক একটি পোস্টে বলেছে,‘আমরা আমাদের অ্যাপস এবং পরিসেবার অ্যাক্সেস পুনরুদ্ধার করার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং এগুলো সক্রিয় হয়েছে তা জানাতে পেরে খুশি।’
বিভ্রাটের সময় ফেসবুক বলেছিল,‘দুঃখিত,কিছু সমস্যা হয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব।এসময় ইনস্টাগ্রাম একটি ‘ফাইভএক্সএক্স সার্ভার ত্রুটি’ দেখিয়েছে। টেকক্রাঞ্চের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ডিএনএস (ডোমেইন নেইম সার্ভার) ব্যর্থতার কারণে বিভ্রান্তিটি হয়েছিল।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রযুক্তি প্রতিবেদক রায়ান ম্যাক একটি টুইটে বলেন,‘শুধু ফেসবুকের পরিসেবা এবং অ্যাপই জনসাধারণের জন্য বন্ধ নয়,এর অভ্যন্তরীণ সরঞ্জাম এবং যোগাযোগের প্ল্যাটফর্মগুলিও বন্ধ রয়েছে,এবং কেউ কাজ করতে পারছে না। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান