ফেসবুক মেসেঞ্জারে মিলবে পেপাল সেবা

পেপালের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে মেসেঞ্জার অ্যাপে আর্থিক লেনদেন সেবা যুক্ত করেছে ফেসবুক। গ্রাহকরা এখন পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করে মেসেঞ্জার অ্যাপ থেকে অর্থ পাঠাতে বা অর্থের জন্য অনুরোধ করতে পারবেন। খবর সিএনবিসি।

ফেসবুক মেসেঞ্জার এবং পেপাল প্রাথমিকভাবে গত বছর মেসেঞ্জারভিত্তিক আর্থিক লেনদেন সেবা আনতে একটি চুক্তি করেছিল। সেবাটি পেতে গ্রাহকদের পেপাল অ্যাকাউন্ট মেসেঞ্জারে যুক্ত করতে হবে এবং মেসেঞ্জারের পেপাল টু শপ অপশন ব্যবহার করতে হবে।

পিয়ার-টু-পিয়ার লেনদেন ব্যবস্থায় এখন শীর্ষে রয়েছে পেপাল। যদিও এ ধরনের আর্থিক লেনদেন সেবা এখন শুধু যুক্তরাষ্ট্রের বাজারের জন্যই সীমাবদ্ধ রয়েছে। দেশটিতে এরই মধ্যে ২৫ লাখ পেপাল অ্যাকাউন্ট ফেসবুক মেসেঞ্জারের সঙ্গে যুক্ত হয়েছে।

ফেসবুকের তথ্যমতে, পেপাল গ্রাহকরা এখন থেকে মেসেঞ্জারে একটি কাস্টমার সার্ভিস চ্যাট বট ব্যবহারের সুযোগ পাবেন। এর মাধ্যমে অ্যাকাউন্ট পাসওয়ার্ড পরিবর্তন, অ্যাকাউন্ট ব্যবস্থাপনা এবং লেনদেন বিষয়ে বিভিন্ন সহায়তা নিতে পারবেন।

ফেসবুক বেশকিছু দিন ধরেই মেসেঞ্জারে আর্থিন লেনদেন সেবা আনতে কাজ করছে। মেসেঞ্জারে পেপাল যুক্ত করার মাধ্যমে পিয়ার-টু-পিয়ার লেনদেন খাতে অ্যাপলের পে ক্যাশ, স্কয়ারের ক্যাশ, স্ন্যাপচ্যাট পেমেন্টস এবং পেপালের নিজস্ব ভেনমো অ্যাপ্লিকেশনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করল ফেসবুক।

আজকের বাজার:এলকে/এলকে ২৩ অক্টোবর ২০১৭