ফেসবুক শুক্রবার বলেছে, তারা এ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ভিডিও সম্প্রচারের নিয়ম কঠিন করছে। অতি সহজে ফেসবুক ব্যবহার করে নিউজিল্যান্ডের দু’টি মসজিদে ভয়াবহ হামলার ঘটনা সম্প্রচার করায় তারা এমন পদক্ষেপ নিচ্ছে। খবর এএফপি’র।
ক্রাইস্টচার্চের ওই দুই মসজিদে হামলায় ৫০ জন নিহত হয়। অস্ট্রেলীয় বংশোদ্ভূত এক শ্বেতাঙ্গ চরমপন্থী মুসল্লিদের ওপর এ বর্বর হামলা চালায়।
অনলাইনে দেয়া এক পোস্টে প্রধান অপারেটিং কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ বলেন, অনেকে যথার্থভাবে প্রশ্ন তুলেছেন যে হামলার এমন ভয়ঙ্কর ভিডিও প্রচারে কিভাবে ফেসবুকের মতো অনলাইন প্লাটফর্মগুলো অতি সহজে ব্যবহার করতে পারে।
তিনি আরো বলেন, ‘এমন সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আমরা তিনটি পদক্ষেপ গ্রহণ করছি। সেগুলো হলো-ফেসবুক লাইভ ব্যবহারের নিয়ম কঠিন করা, আমাদের প্লাটফর্মের প্রতি ঘৃণা পরিহারে আরো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং নিউজিল্যান্ড কমিউনিটির প্রতি জোরালো সমর্থন।’
স্যান্ডবার্গ বলেন, এরআগে যারা এ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ভিডিও প্রচার করার ক্ষেত্রে এ প্লাটফর্মের মান লঙ্ঘন করেছে ফেসবুক তাদের নিষিদ্ধ করার চেষ্টা করছে।
আমাদের সামাজিক বাস্তবতার ক্ষেত্রে ক্ষতিকর এমন সহিংস ভিডিও ফুটেজ বা ছবি দ্রুত চিহিৃত করে এগুলো শেয়ার করা বা পুনরায় পোস্ট দেয়া বন্ধে ফেসবুক কর্তৃপক্ষ সফটওয়্যার উন্নয়নেও কাজ করে যাচ্ছে