ফেসবুক লাইভে বন্ধুর মাথায় গুলি করেছে ক্যাসেনড্রা ড্যামপার নামে এক নারী ।
গত রবিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হাউস্টনে এ ঘটনা ঘটে।গুলিতে আহত হোমস বর্তমানে শঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গাড়িতে বসে কয়েকজন মিলে আলাপ করছিলেন ।এ সময় একটি পিস্তল হাতে ছিল ক্যাসেনড্রা ড্যামপার। ফেসবুকে লাইভেও দেখানো হচ্ছিল সেই দৃশ্য। এক পর্যায়ে হোমস নামে সে ব্যক্তির মাথায় হঠাৎ করেই গুলি করে বসেন ২৫ বছর বয়সী ক্যাসেন্ড্রা নামে সেই নারী।
গুলিটি সরাসরি আঘাত হানে হোমসের মাথায়। এরপর তারা গাড়ি থেকে পালিয়ে যান।
পুলিশ অবশ্য পরে ক্যাসেন্ড্রাকে আটক করেছে। তিনি জানিয়েছেন সে পিস্তলটি যে গুলিভর্তি ছিল তা তিনি জানতেন না।
আজকের বাজার/আরজেড