এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ চলাকালীন এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নিকারাগুয়ার মানাগুয়ায়।
অ্যাঞ্জেল গাহোনা নামে ওই রিপোর্টার সে সময় ক্যারিবিয়ান কোস্টের শহর ব্লুফিল্ডসের এক ব্যাংকের ক্ষয়ক্ষতির অবস্থা নিয়ে ফেসবুকে লাইভ করছিলেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ছেন এবং রক্ত গড়িয়ে পড়ছে চারপাশে। গুলিবিদ্ধ হবার আগ মূহুর্তে মিঃ গাহোনা ব্যাংকের একটি ভাঙা ক্যাশ মেশিনের বর্ণনা দিচ্ছিলেন।
বিক্ষোভকারীদের মধ্যেই কেউ এই ঘটনায় জড়িত বলে অনুমান করছে পুলিশ।
গোটা ঘটনাই ক্যামেরা বন্দী হয়। স্থানীয় সংবাদপত্র এলন্যুভো দিয়ারিও গোটা ঘটনা রিপোর্ট করেছে। একটি বিল্ডিং-এর নীচে দাঁড়িয়ে ছিলেন ওই সাংবাদিক। সঙ্গে ছিলেন চিত্র সাংবাদিকও৷
তাকে গুলি করার সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন গাহোনা৷ ঘটনাস্থলে ছুটে আসে সাধারণ মানুষ৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে৷ তবে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ফুটেজ ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক ও সোশ্যাল মিডিয়ায়।
আজকেরর বাজার/ এমএইচ