ফোনে অন্যের সাথে কথা বলায় প্রেমিকাকে পিটিয়ে মারল প্রেমিক

ভারতে ফোনে অন্যের সাথে কথা বলছে এমন সন্দেহে প্রেমিকাকে পিটিয়ে হত্যার করলো হরিশ নামে (২১) এক প্রেমিকের বিরুদ্ধে। ভারতে রাজস্থানের ডুঙ্গারপুরে এ ঘটনা ঘটে।

ডুঙ্গারপুরের বিচিওয়াড়া থানা স্টেশনের কর্মকর্তা সুনীল শর্মা ভারতীয় এক সংবাদমাধ্যম জানায়, হরিশ রাতে পান্থাল গ্রামে প্রেমিকা নিশার (১৭) বাড়িতে গিয়ে দেখে, সে লুকিয়ে ফোনে অন্য পুরুষের সাথে কথা বলছে। প্রেমিক ফোনের ওপারের ব্যক্তিটি সম্পর্কে জানতে চাইলে । এ বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেনি প্রেমিকা নিশা।

এ সময় রাগের মাথায় নিশাকে মারতে শুরু করে প্রেমিক হরিশ। নিশাকে বাঁচাতে ছুটে আসে তার মা পরে তাকেও পেটায় ওই প্রেমিক। মারের চোটে নিহত হয় নিশা।

সুনীল শর্মা আরও জানান, ময়নাতদন্তের পর নিশার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। হরিশকে পুলিশ গ্রেফতার করেছে।

আজকের বাজার/আরআইএস