কোন অ্যাপটি আমাদের মোবাইল ফোনের জন্য ক্ষতিকর তা যাচাই না করেই প্রয়োজনের তাগিদে আমরা ইচ্ছেমতো অ্যাপ ডাউনলোড দেই। ফলে আমাদের সখের মোবাইলটি হ্যাং থেকে শুরু করে বিভিন্ন ধরণের সমস্যা দেখা দেয়। তাই চলুন ক্ষতিকর কিছু অ্যাপ সর্ম্পকে জেনে নেই।
১ ফাইভ নাইটস সারভাইভাল ক্র্যাফ্ট: গেম অ্যাপ। এই অ্যাপে হতে পারে মারাত্মক ক্ষতি।
২ ম্যাককুইন কার রেসিং গেম: এটি একটি কার রেসিং গেম। এটি থেকেও হতে পারে মারাত্মক ক্ষতি হবে।
৩ অ্যাডঅন পিক্সিমেলন: এটিও একটি থ্রিডি গেম। ফোনে না ডাউনলোড করাই ভালো।
৪কুল ক্রাফ্ট: ফোনে যদি মেমোরি যথেষ্ট না থাকে, তাহলে হতে পারে ভয়ানক সমস্যা। এই গেম আনইনস্টল করলে অনেকটা স্থান হতে পারে ফোনে।
৫ ড্র কাওয়াই: এটিও একটি ফিচার গেম অ্যাপ। এটির মাধ্যমে ছোটখাটো আঁকার কাজ করা যায়। অ্যাপটি সময় কাটানোর জন্য ভালো, কিন্তু ফোনের জন্য খারাপ।
৬ সাবওয়ে ব্যানানা রানওয়ে সার্ফার: সাবওয়ে সার্ফারের মতোই একটি অ্যাপ এটি। এটিতেও রয়েছে সমস্যা।
৭ ড্রয়িং লেসনস অ্যাংরি বার্ড: এটি একটি ড্রয়িং অ্যাপ। ফোনের জন্য ক্ষতিকর।
৮ গার্লস এক্সপ্লোরেশন (লাইট): ২ডি গেমের অ্যাপ। একনও পর্যন্ত গুগল প্লে থেকে ডাউনলোড হয়েছে ৫ লক্ষ্যের মতো।
৯ইনভিজিবেল স্লিথার স্কিন: এটি একটি গেমিং অ্যাপ। স্থানের সমস্যা তৈরি করে ফোনে।
আজকের বাজার/আরজেড