এবার শীতকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকরা চিকিৎসবা সেবা পাবেন বাড়ি বসেই। বিনামূল্যে ঠাণ্ডাজনিত রোগের চিকিৎসার করতে সিটি কর্পোরেশন চিকিৎসক যাবেন বাড়িতে।
একটি হটলাইন নম্বরে ফোন করলেই আগামী মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসক রোগীদের বিনা মূল্যে সেবা ও ওষুধপথ্য দেবেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দক্ষিণের মেয়র সাইদ খোকন আগামীকাল এই সেবার উদ্বোধন করবেন।
রোববার ২৬ নভেম্বর নগর ভবনের ব্যাংক ফ্লোরে মেয়র মোহাম্মদ হানিফ প্রাথমিক স্বাস্থ্যসেবা কক্ষ উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন মেয়র সাইদ খোকন।
তিনি বলেন, নাগরিকেরা সিটি কর্পোরেশনের হটলাইন নম্বরে (০৯৬১১০০০৯৯৯) কল দিলেই বাসায় যাবেন চিকিৎসকেরা।
মেয়র বলেন, সিটি কর্পোরেশনের গতানুগতিক চিকিৎসাসেবার বাইরে গিয়ে নাগরিকদের ভালো চিকিৎসা দিতে তারা এই উদ্যোগ নিয়েছেন।
সাইদ খোকন বলেন, ২৮ নভেম্বর তার প্রয়াত বাবা মেয়র হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, প্রতিবছর শুষ্ক মৌসুমে নগরের অসংখ্য মানুষ সর্দিকাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আমাদের এই চিকিৎসাসেবায় প্রতিটি ওয়ার্ডে একটি করে দল থাকবে। মোট ১৫০ জনের দল মাঠপর্যায়ে কাজ করবে। প্রয়োজন অনুসারে সদস্য বাড়ানো হবে।
আজকের বাজার:এলকে/এলকে ২৬ নভেম্বর ২০১৭