চতুর্থ প্রজন্মের তারবিহীন টেলিযোগাযোগ প্রযুক্তি বা ফোর-জিতে প্রবেশ করছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) টেলিকম অপারেটরদের কাছে ফোর-জি লাইসেন্স হস্তান্তর করবে।
নিলামে তরঙ্গ বরাদ্দ পাওয়া রাষ্টায়াত্ত প্রতিষ্ঠান টেলিটকসহ দেশের সবক’টি মোবাইল ফোন অপারেটরকে আজ দেয়া হবে লাইসেন্স। গ্রাহকের কাছে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌছে দিতে প্রস্তুত বিটিআরসি। যদিও উপযুক্ত হ্যান্ডসেটের অভাব আর অবকাঠামো সীমাবদ্ধতায় এই সেবা পাবেন ৫ শতাংশেরও কম গ্রাহক।
লাইসেন্স প্রদানের পরদিনই চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ সেবা ফোর-জি চালুর জন্য প্রস্তুত মোবাইল ফোন অপারেটররা। বাড়তি তরঙ্গ বরাদ্দের পাশাপাশি, হাতে থাকা তরঙ্গ প্রযুক্তি নিরপেক্ষতায় রূপান্তর করে ফোর-জি সেবা দেয়ার পরিকল্পনা করছে অপারেটরা।
সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর দাবী, ফোর-জি’র মাধ্যমে সার্বিক ইন্টারনেট সেবায় নতুন যুগে প্রবেশ করছে দেশ ।
আরএম/