ফোর-জি : বাংলালিংকের ১০.৬, গ্রামীণফোনের ৫ মেগাহার্জ

দেশে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক (ফোর-জি) বিস্তৃত করার জন্য তরঙ্গের নিলাম অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় গ্রামীণফোন ও বাংলালিংক। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ঢাকা ক্লাবে এ নিলাম অনুষ্ঠিত হয়।

নিলামের মাধ্যমে বাংলালিংক তরঙ্গ বরাদ্দ পেয়েছে ১০.৬ মেগাহার্জ এবং গ্রামীণফোন পেয়েছে ৫ মেগাহার্জ তরঙ্গ।

নিলামে ডাক  টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ নিলামে অংশ নেয়া অপারেটর দুইটির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

আজকের বাজার : আরএম/১৩ ফেব্রুয়ারি ২০১৮

আরও পড়ুন-

‘২০ ফেব্রুয়ারি থেকে ফোর-জি সেবা পাবেন গ্রাহকরা’

আজ ফোর-জি সেবার তরঙ্গ নিলাম