স্যামসাং কিংবা মটোরলার ভাঁজ করা যায় এমন ফোল্ডেবল জাভা ফোনগুলোর কথা মনে আছে? একসময় ব্যাপক সাড়া তোলা এই হ্যান্ডসেট যেমন ছিলো স্টাইলিশ ঠিক তেমনি আকর্ষণীয়। ফোল্ডিং ফোন নামে পরিচিত এসব ফোন এখন আধুনিক অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ভিড়ে খুঁজে পাওয়া যায়না।
তবে ফোল্ডিং ফোনের ফ্যানদের জন্যে সুখবর- এবছরের ডিসেম্বর থেকেই অগ্রিম বুকিং করা যাবে মটোরলার রেজর স্মার্টফোন। এই স্মার্টফোনটি হবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা দ্বিতীয় ফোল্ডিং ফোন।
ইতিপূর্বে স্যামসাং তাদের ফোল্ডিং করা যায় এমন স্মার্টফোন বাজারে নিয়ে আসলেও তা এতটা সাড়া ফেলতে পারেনি। তবে মটোরলার আকর্ষনীয় স্মার্টফোন মটোরলা রেজর বাজারে আসার পূর্বেই গ্রাহকদের পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছে।
৬.২ ইঞ্চির ফোল্ডেবল পি-ওএলইডি স্ক্রিন, স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট এবং অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে এই হ্যান্ডসেটটিতে। ৬/১২৮ সংস্করণের এই স্মার্টফোনটির ২৫১০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী ১৫ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আগামী মাসে ইউরোপ-আমেরিকার বাজারে সর্বপ্রথম উন্মুক্ত হবে মটোরলার এই হ্যান্ডসেট।
আজকের বাজার/লুৎফর রহমান