বোগোতায় রজার ফেডেরারের একটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা থাকলেও তা আপাতত বাতিল হয়ে যায় এবং আগামী বছর মার্চে এই ম্যাচ আবার হতে পারে বলে জানিয়েছেন টেনিস তারকার এজেন্ট।
২২ নভেম্বর রজার ফেডেরার ও জার্মানির আলেকজেন্ডার জাবরেব -এর মধ্যে হওয়ার কথা ছিল এই প্রদর্শনী ম্যাচ। মোভিস্টার এরিনায় এই হাইপ্রোফাইল ম্যাচের জন্য মুখিয়ে ছিলেন টেনিসপ্রেমীরা।
কিন্তু হঠাৎই অশান্তির জেরে এলাকায় কার্ফু জারি করে দেন বোগোতার মেয়র। জিনুহা নিউজের খবর অনুযায়ী তার পরই এই ম্যাচ সাময়িক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। রজার ফেডেরারে প্রতিনিধি টনি গডসিক নিশ্চিত করেছেন ফ্যানরা খালি হাতে ফিরবেন না।
গডসিক বলেন, ‘‘হয় আমরা নতুন দিন নির্ধারিত করব এই ম্যাচের জন্য অথবা যারা টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরৎ দেওয়া হবে।
আজকের বাজার/লুৎফর রহমান