যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার কেট স্পেডের মরদেহ করা হয়েছে।
বুধবার (৬ জুন) কেটের ম্যানহাটনের অ্যাপার্টমেন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। কেট আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৫৫ বছর।
মৃত্যুর আগে কেট একটি চিরকুট রেখে গেছেন। কিন্তু এতে কি লেখা তা এখনো প্রকাশ করেনি পুলিশ।
কেট স্পেড একসময় ফ্যাশন নির্ভর ম্যাগাজিন ম্যাডময়েজেলে সম্পাদনা করতেন। ১৯৯৩ সালে স্বামী অ্যান্ডি স্পেড এর সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় কেটের ফ্যাশন ব্র্যান্ড কেট স্পেড। মূলত পোশাক, জুতা, এবং জুয়েলারি ডিজাইনার হিসেবে বিখ্যাত ছিলেন তিনি। একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে তার খ্যাতি ছিলো বিশ্বজুড়ে।
১৯৯৬ সালে নিউইয়র্কে কেট স্পেডের প্রথম আউটলেট খোলা হয়, এখন বিশ্বব্যাপী তিনশ'র বেশি শাখা রয়েছে।
আরজেড/