ফ্যাস ফাইন্যান্সের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফ্যাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। কোম্পানিটি এতোদিন ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করতো। এখন ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হলো।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ৮ জুলাই থেকে কোম্পানিটি নতুন ক্যাটাগরিতে লেনদেন করবে। এ বছর ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

রাসেল/