ফ্রান্সকে হারিয়ে দিতে পারে মেসি একাই

মেসির দিনে অসহায় হয়ে যায় বিশ্বের যেকোন প্রতিপক্ষ। লিওনেল মেসির পায়ের জাদুর কথা অজানা নয় কারোই। এই বিশ্বকাপের মতো আসরে ফ্রান্সের মতো ফেবারিট একটি দলকে একাই হারিয়ে দেবেন মেসি। তবে সমর্থকরাও হয়তো এতোটা আশা করেন না।

ফ্রান্সের ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য বিসেন্তে লিজারজু মনে করেন ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি একা হাতেই নিয়ন্ত্রণ করতে পারবেন মেসি। গ্রুপ পর্বে খুব একটা সুবিধা করতে না পারা আর্জেন্টিনা শনিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলবে ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্সের বিপক্ষে।

এই ম্যাচের আগে মেসি ও তার দলের ব্যাপারে নিজেদের সতর্কতার কথা জানিয়েছেন লিজারজু। গ্রুপ পর্বে আর্জেন্টিনা যেমনই খেলুক না কেন, দ্বিতীয় রাউন্ডে তারা ঠিকই জ্বলে উঠবে বলে মনে করেন ফ্রান্সের সাবেক তারকা। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ‘টাইস স্পোর্টস’কে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি।

লিজারজু বলেন, ‘আমার মতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি দুদলের জন্যই কঠিন এক পরীক্ষা। আর্জেন্টিনা প্রথম রাউন্ডে খুব একটা ভাল করতে পারেনি কিন্তু দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছে ঠিকই। এখন তারা আত্মবিশ্বাসে বলীয়ান, যেকোন কিছুই করে ফেলতে পারে।’

‘বিশেষ করে তাদের দলের রয়েছে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি, যে কিনা একাই একটা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। ফ্রান্সের বিপক্ষেও যে মেসি জ্বলে উঠবেন না তা কেউ বলতে পারি না। তবে আমি আশা করছি ফ্রান্সও দারুণ প্রতিরোধ গড়ে তুলবে। রক্ষণভাগে কিছু কাজ করা জরুরী। যত যাইহোক, আন্তোনিও গ্রিজম্যানের পারফরম্যান্স খুব বেশি দরকার আমাদের, আমরা এখনো এটি পাইনি।’

মেসির সামর্থ্যের ব্যাপারে লিজারজুর কোন সন্দেহ নেই। তাই মেসিকে আটকানোর জন্য রক্ষণভাগের বিশেষ পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন তিনি। তবে সেটি যেন কোনভাবেই মেসির একার জন্য না হয় সেদিকে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের সাবেক তারকা। লিজারজুর মতে পুরো দলের জন্য যেই রক্ষণ পরিকল্পনা করা হবে, তাতেই মেসিকে আটকে রাখতে হবে।

লিজারজু বলেন, ‘বড় ম্যাচগুলোয় নামী তারকারাই পার্থক্য গড়ে দেয়। তাই মেসির জন্য অবশ্যই বিশেষ পরিকল্পনা ভাবতে হবে। তবে আমি মনে করি এটি যাতে কোন একজন খেলোয়াড়ের কাঁধে না দেয়া হয়। পুরো দল মিলেই মেসি ও আর্জেন্টিনার বিপক্ষে ডিফেন্ড করতে হবে।’

আজকের বাজার/আরআইএস