ব্রিটেনে সম্প্রতি ছড়িয়ে পড়া অতি ভিন্ন ধরনের করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঘটনা ফ্রান্সে সনাক্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
খবওে বলা হয়, সনাক্ত ব্যক্তির করোনাভাইরাসের উপসর্গ রয়েছে। ফলে তিনি ফ্রান্সের মধ্যাঞ্চলের ট্যুরসে বাড়িতে সেলফ-আইসোলেশনে রয়েছেন। এ ব্যক্তি হচ্ছেন ব্রিটেনে বসবাস করা ফ্রান্সের নাগরিক। গত ১৯ ডিসেম্বর তিনি লন্ডন থেকে দেশে আসেন এবং ২১ ডিসেম্বর হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষায় তিনি পজিটিভ হন।