ফ্রান্সের উত্তরাঞ্চলের একটি সমুদ্র সৈকতে সোমবার ৭.৬ মিটার (২৫ ফুট) লম্বা একটি তিমি মাছ মারা গেছে। বিশাল আকারের এ তিমি সেখানে ভেসে আসার কয়েক ঘণ্টা পর মারা যায়। সৈকতে আটকে পড়ার পরও তিমিটি জীবিত ছিল। তবে মাছটি কোন না কোনভাবে আঘাত পেয়েছিল বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
বিশেষজ্ঞরা আশা করেছিলেন যে ক্রমেই বৃদ্ধি পাওয়া জোয়ারের পানি এ তিমিকে তার পথে ফিরে যেতে সাহায্য করবে। কিন্তু পানির কাছে পৌঁছাতে তিমিটি লড়াই করার কারণে মারা যায়।
উত্তর ফ্রান্সের বন্য স্তন্যপায়ী প্রাণী সুরক্ষা বিষয়ক সংস্থা সিএমএনএফের প্রধান জ্যাকি কার্পুজোপোলোস বলেন, ‘মাছটি সমুদ্রে ফিরে যাওয়ার চেষ্টা চালানোর সময় এটি সম্ভবত ডুবে যায়।’
বেলজিয়ামের লিজ বিশ্ববিদ্যালয়ের সমুদ্র স্তন্যপায়ী বিশেষজ্ঞ থিয়েরি জাউনিয়াক্স বলেন, ‘এই প্রাণীগুলোকে সাধারণত আর্কটিকের পানির গভীরে সাঁতার কাটতে দেখা যায়।’