ব্রাজিল বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে নিয়ে এতোটা সমালোচনা হয়নি যতটা হয়েছে রাশিয়ায়। গ্রুপ পর্বের খেলায় আর্জেন্টিনার ফুটবল ভুগিয়েছে। অভ্যন্তরীণ কোন্দল আর্জেন্টিনাকে নিয়ে গেছে খাদের কিনারায়। নাইজেরিয়াকে হারিয়ে খাদের কিনারা থেকে উঠলেও আজ রাতে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা।
আর্জেন্টিনা এবং ব্রাজিল গ্রুপ পর্বের বাধা কাটিয়ে ওঠার পর রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল এখন জমজমাট রূপ নিয়েছে। দ্বিতীয় রাউন্ডে প্রথম খেলায় আর্জেন্টিনাকে মাঠে নামতে হবে ফ্রান্সের বিপক্ষে। যে দল হারবে তারাই বিদায়। সে বিদায়ের মর্হুতটা কোন দলে ভিরবে সেটাই দেখার অপেক্ষায় আছে ফুটবল প্রেমিরা।
ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি শুরু হবে রাত ৮.০০ মিনিটে। দেখতে পাবেন সরাসরি নাগরিক টেলিভিশন ও সনি ইএসপিএন।
সেই সাথে উরুগুয়ে বিপক্ষে পর্তুগাল মাঠে নামবে রাত ১২.০০ মিনিটে। দেখতে পাবেন সরাসরি নাগরিক টেলিভিশন ও সনি ইএসপিএন।
আজকের বাজার/আরআইএস