ফ্রান্সে করোনাভাইরাসে শনিবার নতুন করে ৯৬ জনের মৃত্যু হয়েছে, এই সংখ্যা পূর্ববর্তী দিনগুলোর চেয়ে কম এবং এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬২৫ জনে।
স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, করোনা থেকে বেরিয়ে আসার বিভিন্ন ইতিবাচক প্রবণতা অব্যহত রয়েছে, ইনটেনসিভ কেয়ারে সবচেয়ে কম ৭১ জন করোনা রোগী রয়েছে।
ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গত ১৭ মার্চ দেশব্যাপী আরোপিত লকডাউন আংশিক শিথিল করার ছয় দিনের মাথায় ফ্রান্সে সর্বশেষ হিসেবে মৃত্যুর সংখ্যা কমে এসেছে।
বর্তমানে ফ্রান্সে ১৯ হাজার ৪৩২ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এক সপ্তাহ আগে এই সংখ্যা ছিল ২২ হাজার ৬১৪ জন।
তবে গত ২৪ ঘন্টায় ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছে, এক সপ্তাহ আগে এই সংখ্যা ছিল ২৬৫ জন।