ফ্রান্সে করোনাভাইরাসে দৈনিক হিসাবে মৃত্যুর সংখ্যা কমে ১৬৬ জনে নেমে এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানায় গত পাঁচ সপ্তাহেরও বেশী সময়ের মধ্যে এই সংখ্যা সবচেয়ে কম।
ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ মার্চ থেকে এ পর্যন্ত ২৪ হাজার ৭৬০ জনের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ মৃত্যুর সংখ্যায় ইউরোপের মধ্যে ফ্রান্স চতুর্থ।
ফ্রান্সে ইনটেনসিভ কেয়ারে রোগীর সংখ্যা কমছে। সর্বশেষ ২২ মার্চ মৃত্যুর সংখ্যা ১৬৬ জনের কম ছিল। তখন শুধু হাসপাতালের রিপোর্ট প্রকাশ করা হতো। বর্তমানের হিসাবে বৃদ্ধাশ্রম ও বাড়িতে মৃত্যুর সংখ্যা যুক্ত করা হয়েছে।
ফ্রান্স সরকার ১১ মে থেকে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সবচেয়ে বেশী আক্রান্ত বৃহত্তর প্যারিস অঞ্চল এবং দেশের উত্তর পূর্বাঞ্চলে লকডাউন শিথিল বিলম্বিত হবে।