ফ্রান্সে মঙ্গলবার করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে হাসপাতালে ৭ হাজার ৯১ জন এবং বৃদ্ধনিবাসে ৩ হাজার ২৩৭ জন মারা যায়। মার্চের ১ তারিখ থেকে মৃতের এ সংখ্যা রেকর্ড করা হয়। খবর এএফপি’র।
ফ্রান্সের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জারোম সালোমোন সাংবাদিকদের জানান, দেশটির বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ৩০ হাজারের বেশি মানুষকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘এ বৈশ্বিক মহামারি পরিস্থিতির আরো অবনতি হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা এ মহামারির ক্রমবর্ধমান থাবার মধ্যে থাকলেও এর গতি কিছুটা কমতে দেখা যাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘আমরা এখন পর্যন্ত করোনাভাইরাসের চরম থাবা দেখতে পাইনি।’
সরকারের হালনাগাদ করা তথ্যে জানা যায়, গত ২৪ ঘন্টায় ফ্রান্সে করোনাভাইরাসে ১০ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৯৭ জন হাসপাতালে মারা যায়।