ফ্রান্সে গত প্রায় চার মাস পর বুধবার সর্বোচ্চ সংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়েছে। এ প্রেক্ষিতে প্যারিস অঞ্চলে নতুন করে লকডাউন ঘোষনা হতে পারে। গত ২৪ ঘন্টায় দেশটিতে ৩৮ হাজার ৫০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর একদিন আগে এ সংখ্যা ছিল ২৯ হাজার ৯৭৫ জন। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, নভেম্বরের পর এ সংখ্যা সর্বোচ্চ।
ফ্রান্সে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ২৪৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ৪২৭ জন। ফরাসী প্রধানমন্ত্রী জ্যাঁ কাসটেক্স মঙ্গলবার বলেছেন, প্যারিস অঞ্চলে নতুন করে লকডাউন দেয়া হতে পারে। বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।
এদিকে বুধবার প্যারিসের বাইরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, যে কোন পদক্ষেপই হবে সামঞ্জস্যপূর্ণ ও অঞ্চল ভিত্তিক। সরকারি তথ্য উপাত্ত থেকে জানা গেছে, ফ্রান্সে এ পর্যন্ত ৫৫ লাখ লোক টিকার একটি ডোজ এবং প্রায় ২৪ লাখ লোক দু‘টি ডোজই গ্রহণ করেছেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান