ফ্রান্সের লিওনে এক ব্যক্তির ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৯ জন। এ ঘটনায় সন্দেহভাজন ওই হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার বিকেলে ভিলেউরবানের লরেন্ট বনেভ্যায় মেট্রো স্টেশনের কাছে ঘটনা ঘটে।
টুইটারে পোস্ট করা ভিডিওতে পথচারীদের হাতে ধরা পড়া সন্দেহভাজনদের একজনকে দেখা গেছে। তবে পুলিশ ন্যাশনাল 69 এর টুইটার অ্যাকাউন্ট থেকে স্থানীয়দেরকে পুলিশের কাজে বিঘ্ন না ঘটানোর আহ্বান জানানো হয়েছে। ভুয়া খবর না ছড়ানোর আহ্বানও জানানো হয়েছে।
পুলিশ জানায়, সন্দেহভাজন দ্বিতীয় হামলারকারীকে খুঁজছে পুলিশ। নিহতের বয়স ১৯ বছর। শনিবার একটি বাস স্টপে হামলা চালিয়ে ওই হামলাকারী পাতাল স্টেশনে পালানোর চেষ্টা করছিলো। সেসময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়।
আজকের বাজার/এমএইচ