ফ্রান্সে বন্দুকধারীর হাত থেকে এক জিম্মিকে রক্ষা করতে গিয়ে গুলি ও ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে মরোক্কান বংশোদ্ভূত হামলাকারী রেদোয়ান লাকদিম প্রথমে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কারকাসোনে একজনকে গুলি করে হত্যার পর তার গাড়ি ছিনতাই করে পাশের শহর থ্রেবে যায়।
সেখানে সুপার ইউ নামের একটি সুপারমার্কেটে প্রবেশ করে দুইজনকে হত্যা করে এবং বেশ কয়েকজনকে জিম্মি করে।
পুলিশ কয়েকজন জিম্মিকে মুক্ত করতে সক্ষম হলেও বন্দুকধারী এক নারীকে মানবঢাল হিসেবে ব্যবহার করে।
এ পরিস্থিতিতে জোনদার্ম বাহিনীর সদস্য বেলটাম জিম্মি ওই নারীর মুক্তির বিনিময়ে নিজেকে হামলাকারীর হাতে ছেড়ে দেন। হামলাকারী পুলিশের গুলিতে মারা গেছেন। আহত অবস্থায় লেফটেন্যান্ট কর্নেল আরনু বেলটামকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি হাসাপাতালেই মারা যান।
ফরাসি অভিজাত পুলিশ বাহিনীর সদস্য ৪৫ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল আরনু বেলটামকে নায়ক বলেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।
এক টুইটার বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি নিজের দেশের জন্য প্রাণ দিয়েছেন। ফ্রান্স কখনো তার বীরত্ব, সাহস ও আত্মত্যাগকে ভুলবে না।
আজকের বাজার/আরজেড