ফ্রান্সে দৈনিক হিসাবে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা কমেছে। অবশ্য করোনা সংক্রমণ অত্যন্ত উচ্চ পর্যায়ে পৌঁছালেও এখনও তা মোটামুটি আয়ত্বে রয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় মোট ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩৪৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে এবং ২৯০ জনের মৃত্যু হয়েছে নার্সিংহোমে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ৮৩২।
একদিন আগে মোট মৃত্যুর সংখ্যা ছিল ৯৮৭ জন, এদের ৫৫৪ জন হাসপাতালে এবং ৪৩৩ জন নার্সিংহোমে মারা গেছে। ফ্রান্সের স্বাস্থ্য কর্মকর্তা জেরোমি সলোমন সাংবাদিকদের বলেছেন,“ মহামারি মোটামুটি আয়ত্বে থাকলেও এটি এখনো সক্রিয় রয়েছে। আমাদের অবশ্যই আরো সতর্ক থাকতে হবে।” ফ্রান্সে করোনা ছড়িয়ে পরা রোধে ১৭ মার্চ থেকে লকডাউন চলছে,জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা রয়েছে, কেউ বের হলে জরুরি প্রয়োজনের পক্ষে প্রমাণ দেখাতে হবে। পরপর তিন দিন ইনটেনসিভ কেয়ারে থাকা রোগীর সংখ্যা কমে এসেছে। দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৬৭৬ জন, যদিও আরো টেস্ট হলে প্রকৃত রোগীর সংখ্যা বাড়তে পারে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান