ফ্রান্সে নতুন করে করোনাভাইরাস সংক্রমনের উদ্বেগজনক পরিস্থিতির কারণে প্যারিস ও অন্যান্য বৃহত্তম নগরীগুলোতে অন্তত এক মাসের জন্য কোভিড-১৯ কারফিউ কার্যকরের আগে শুক্রবার রাতে লাখ লাখ লোক রাস্তায় নেমে এসে মুক্তি উদযাপন করেছে।
ফ্রান্সের জনসংখ্যার ৩০ শতাংশ অর্থাৎ প্রায় ২ কোটি লোককে ঘরে রাখার লক্ষ্যে শনিবার থেকে এই কারফিউ কার্যকর হচ্ছে, সন্ধ্যা ৯ টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ থাকবে।
নতুন করে সংক্রমন বৃদ্ধি এবং গত মার্চ ও এপ্রিলের মতো হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিরের কারণে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন চলতি সপ্তাহে এই কারফিউ’র নির্দেশ দিয়েছেন।
স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, শুক্রবার আরো ২ হাজার ৫শ’ জন নতুন করে আক্রান্ত হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজার। গত ২৪ ঘন্টায় ১২২ জন মারা গেছেন।
কারফিউ কার্যকরের আগের রাতে রাজধানী প্যারিসে রাস্তায় নব বর্ষের আগের রাতের মতো উৎসব আমেজ বিরাজ করছিল। বারগুলো লোকের ভিড়ে উপচে পড়ছিল, বাতাসে ভেসে বেড়ায় হাসির ঝঙ্কার।